অপব্যবহারমূলক পদ্ধতি ও স্ক্যামের ব্যাপারে সতর্ক থাকুন

কোনও ব্যক্তি নিজেকে Google কর্মী হিসেবে পরিচয় দিয়ে ভিজিট বা যোগাযোগ করে বিভিন্ন ধরনের সহায়তা এবং যেকোনও ধরনের ছবি বা ডেটা সংক্রান্ত আপডেট প্রদান করলে সতর্ক থাকুন। এইসব সংস্থা যাতে Google-এর হয়ে প্রতিনিধিত্ব করার অনুমোদন না পায় এবং নিজেদের অবশ্যই স্বতন্ত্র ঠিকাদার হিসেবে পরিচয় দেয়, সেই ব্যাপারে আমরা বিশেষ নজর দিই।

আমরা সাজেস্ট করি যে, Google-এর হয়ে কেউ আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে তাকে এড়িয়ে যান। এখানে উল্লেখ করা যেকোনও কারণে যোগাযোগ করা হলেও তাই করুন:

  • মেট্রিক পরিমাপ, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ট্রেন্ড/নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ও নতুন ব্যবসা সংক্রান্ত ট্রেন্ডের ব্যাপারে রিপোর্টিং; মিডিয়া সংক্রান্ত পরামর্শ ইত্যাদির জন্য Google-এর পক্ষ থেকে পরিষেবা/প্রশিক্ষণ দেওয়া;
  • এমন প্রতিশ্রুতি দেওয়া যা Google পরিষেবার নিয়মিত অপারেশনের সাথে মানানসই নয়, যেমন যেকোনও Search, Google Street View বা Google Maps-এ নজরকাড়া প্লেসমেন্টের নিশ্চয়তা দেওয়া;
  • ক্রমাগত টেলিমার্কেটিং কল করে বা Google প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট সরিয়ে দেওয়ার হুমকি দিয়ে চুক্তিবদ্ধ পার্টির উপর চাপ সৃষ্টি করা।

এটি মনে রাখবেন যে, Google কোনও ফটোগ্রাফার বা এজেন্সি নিয়োগ করে না। এই পেশাদাররা স্বতন্ত্র এন্টিটির সাথে কাজ করেন এবং Google-এর হস্তক্ষেপ বা অংশগ্রহণ ছাড়াই সব আলোচনা সম্পূর্ণ করা হয়।

ব্যবহারকারীর নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয়। সেই কারণে, আমরা Google ব্র্যান্ড ও তার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিই না। কোনও এন্টিটির এগুলি করার অনুমতি নেই:

  • কোম্পানির গাড়িতে Street View-এর আইকন, সিল এবং/অথবা লোগোর মতো কোনও Google ব্র্যান্ড ব্যবহার করা;
  • ডোমেনের নামে Google ব্র্যান্ড, Google Maps ও Street View বা অন্য কোনও Google ট্রেডমার্ক অথবা সেই ধরনের কিছু ব্যবহার করা;
  • পোশাকে (ইউনিফর্ম ইত্যাদি) Google ব্র্যান্ড, Google Maps ও Street View বা অন্য কোনও Google ট্রেডমার্ক অথবা সেই ধরনের কিছু ব্যবহার করা;
  • Google Business Profile-এ Google, Google Maps ও Street View ব্র্যান্ড বা অন্য কোনও Google ট্রেডমার্ক অথবা সেই ধরনের কিছু ব্যবহার করা;
  • কোনও Google ট্রেডমার্ক এমনভাবে ব্যবহার করা যাতে মনে হয় যে, Google নির্দিষ্ট কোনও প্রোডাক্ট বা পরিষেবাকে এনডোর্স করছে।