জাঞ্জিবার
ফটোগ্রাফারদের সংগ্রহ, World Travel in 360 দেখুন যা প্রোজেক্ট জাঞ্জিবার নিয়ে তৈরি, জাঞ্জিবারকে ম্যাপে তুলে ধরার জন্য তানজানিয়া সরকারের সাথে যৌথভাবে তারা এই উদ্যোগ নিয়েছেন। জাঞ্জিবার দ্বীপপুঞ্জে ম্যাপিংয়ের কাজ শুরু করতে, স্থানীয়দের Street View ফটোগ্রাফির ব্যাপারে ট্রেনিং দিতে এবং স্থানীয় বাসিন্দারা এই ম্যাপিংয়ের প্রোজেক্ট যাতে নিজেদের কমিউনিটিতে ভবিষ্যতে নিজেরাই চালিয়ে পারেন তার জন্য একটি সুষম মডেল তৈরি করতে ফেদেরিকো ডেবেটো, নিকোলাই ওমেলচেঙ্কো ও ক্রিস দু প্লেসিস তানজানিয়াতে যান।
আরও এক্সপ্লোর করুন